দাঁতের সমস্যা থেকেও মাথাব্যথা
যার মাথা আছে তার ব্যথাও আছে। অর্থাৎ মাথা থাকলে ব্যথাও থাকবে। বিজ্ঞানীদের মতে মাথার ব্যথা অন্যান্য কারণেও হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বেশির ভাগ মাথাব্যথার কারণ শুধুমাত্র মাথার অসুস্থতার কারণেই হয় তা সঠিক নয়। শরীরের অন্যান্য অঙ্গ-প্রতঙ্গের অসুস্থতার কারণেও মাথাব্যথা হতে পারে। উদাহরণস্বরূপ নাক, কান, গলা অথবা মুখের ভেতরের বিশেষ কোনো রোগের কারণে মাথাব্যথা হতে পারে। মুখের ভেতরের যেসব কারণে মাথাব্যথা হতে পারে সেগুলোর মধ্যে মাঢ়ির প্রদাহ বা পেরিওডেন্টাল ডিজিজ। দন্তক্ষয় বা ডেন্টাল...
Posted Under : Health Tips
Viewed#: 110
See details.

